আসছে বৈদ্যুতিক ট্রাক ‘ভোল্টা জিরো’

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০ ২১:১৭; আপডেট: ১১ জানুয়ারী ২০২৬ ১৯:৫২

ভোল্টার উন্মোচিত বৈদ্যুতিক ট্র্যাক 'ভোল্টা জিরো'

প্রযুক্তির বাজারে বৈদ্যুতিক ট্রাক নিয়ে আসছে সুইডিশ প্রতিষ্ঠান ‘ভোল্টা ট্রাকস’। সম্প্রতি ১৬ টনের ‘ভোল্টা জিরো’ নামের এ ট্রাক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

সুইডিশ এই স্টার্টআপ প্রতিষ্ঠানটির ২০২২ সালের মধ্যে যুক্তরাজ্যে ট্রাকটি উৎপাদনের পরিকল্পনা জানায়।

বৈদ্যুতিক গাড়ির বিকাশমান অগ্রযাত্রায় নির্মাতা প্রতিষ্ঠাগুলোর নজর এবার বৈদ্যুতিক ট্রাক নির্মানের দিকে। টেসলা, ভলভো ও ডাইমলারের মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও বৈদ্যুতিক ট্রাক তৈরির দিকে ঝুঁকেছে। এ দৌড়ে পিছিয়ে নেই রিভিয়ান ও নিকোলার মতো স্টার্টআপও।

প্রতিষ্ঠানটি আগামী বছর পরিকল্পিত ট্র্যাকটির ট্রায়াল করবে। যুক্তরাজ্যে ‘ডিপিডিগ্রুপ’ এবং ইউরোপের অন্যান্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আগামী বছর থেকেই নিজেদের ট্রাকের পরীক্ষা শুরু করবে ভোল্টা।

প্রথম ধাপে ৫০০ যান নামানোর কথা জানান ভোল্টা প্রধান নির্বাহী রব ফাউলার। তিনি বলেন, ‘আমাদের আরও ৭ থেকে ৮ জন গ্রাহকের সঙ্গে কথাবার্তা এগিয়েছে।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ভোল্টা গাড়িটি যুক্তরাজ্যের ওয়ারউইকের প্রতিষ্ঠান ‘প্রোড্রাইভ’ তৈরি করে দিয়েছিল, বর্তমানে আরও কয়েকজন সরবরাহকারীর সঙ্গে ট্রাক উৎপাদনের ব্যাপারে আলোচনা চলছে। খবর-যুগান্তর

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top