পোষ্য কোটার বিরুদ্ধে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক হওয়ার আহ্বান

নুর আলম নেহাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়: | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪ ২৩:১৪; আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫

ছবি: রাজ টাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারীরা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে এক হওয়ার আহ্বান জানান।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সামনে এ কর্মসূচি পালন করেন তারা । এর আগে সাড়ে ৮ টার দিকে বিভিন্ন স্লোগান নিয়ে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে মাইকিং করে শিক্ষার্থীদের আন্দোলনে শরীক হতে আহ্বান জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো জুলাই বিল্পবের মেন্ডেটেট বুঝতে পরে নি। এখনো আমাদের কোটার বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে এটা এই প্রশাসনের জন্য নেক্কারজনক।

যেটা অযৌক্তিক সেটা অবশ্যই অযৌক্তিক। যৌক্তিক কথা যদি আমি একজনও বলি সেটিকে মেনে নিতে হবে। নয়তো আপনি মেরুদণ্ডহীন প্রাণী । আমাদের অনেক শিক্ষকের এখন মেরুদণ্ড বাঁকা হয়ে চেতনার দন্ড দাড়িয়ে গেছে। বিগত প্রশাসনের সেচ্ছাচারিতা আর চলতে দেওয়া যাবে না। পোষ্য কোটার কবর রচনা রাজশাহী থেকেই শেষ হবে।

মেহেদি হাসান মারুফ বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিলো কোনো প্রকার কোটা থাকবে না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটা বিদ্যমান আছে । যদি রক্ত দিতে হয় রক্ত দিবো তাও পোষ্য কোটা মেনে নিবো না। এই পোষ্য কোটার কবর রাজশাহীতেই রচিত হবে।

কামরুল সজিব বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা যে সুবিধা যারা বহন করে তারা টোটালি প্রতিবন্ধী ছাড়া কিছু না। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোথায় বৈষম্য চালু থাকে সেটিকে বাংলাদেশের মানুষ আর কখনোও মেনে নিবে না। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু বলেন, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল কার্ড প্রদর্শন করে কোটার প্রতিবাদ জানানো হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে; এটি তাদের অধিকার। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা ইস্যুতে শিক্ষার্থীসহ, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা চাই, এ ইস্যুটির একটি শান্তিপূর্ণ সমাধান হোক।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top