রাবিতে আবারও ২টি মর্টার শেলসহ রকেট লাঞ্চার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১ ২১:৩৮; আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২১:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুইটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার একটি ল্যান্ড মাইন পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পুলিশ এ গুলো উদ্ধার করে ঘিরে রাখে।
মতিহার থানার এসআই ইমরান হাসান বলেন, দুপুরে এক যুবক বধ্যভূমি এলাকার পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল পায়। পরে তিনি সেটি উদ্ধার করে পাশের পুলিশ ফাঁড়ি নিয়ে যায়। এর পর পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। বোমাগুলো মুক্তিযুদ্ধকালিন সময়ের বলে ধারণা করা হচ্ছে। এগুলো সক্রিয় কি না তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে গত ২৭ এপ্রিল একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে। বিকট শব্দে সেটি বিস্ফোরণ ঘটে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top