হিমেলের ব্যবহৃত শেষ চিহ্নগুলো বিদায় নিলো রাবির হল থেকে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২২ ০৪:৩৬; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০০:৩২

হিমেলে ব্যবহৃত অসবাবপত্র।

ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র হিমেলের স্মৃতি বিজড়িত শহীদ শামসুজ্জোহা হলের ২১২ কক্ষে থাকা তার ব্যবহৃত শেষ স্মৃতিচিহ্ন জামা-কাপর, বইপত্র ও যাবতীয় আসবাবপত্র পরিবারকে বুঝিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় হল প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো: একরামুল ইসলামের উপস্থিতিতে নিহত হিমেলের মা ও মামার নিকট তার যাবতীয় আসবাবপত্র বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলি, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক টি.এম.এম নূরুল মোদাচ্ছের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক এ.কে. এম আরিফুল ইসলাম ও হিমেলের নানা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনের সড়কে ট্রাক চাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল ঘটনাস্থলেই মারা যান। তিনি শহীদ শামসুজ্জোহা হলের প্রথম বøকের ২১২ নাম্বার কক্ষে থাকতেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top