রাবিতে ১০ দিনব্যাপী মুজিববর্ষ গ্রন্থ উৎসব শুরু ১৭ মার্চ
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৪:৫৮; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:১৭
-2022-03-12-17-57-42.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ দিনব্যাপী মুজিববর্ষ গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামী ১৭ ই মার্চ। চলবে ২৬ শে মার্চ পর্যন্ত।
মেলাটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শকের জন্য উম্মুক্ত থাকবে।
এবারের গ্রন্থ মেলায় বাংলা প্রকাশ প্রকাশনী,ইত্যাদি প্রকাশনী,হাওলাদার প্রকাশনী,প্রজন্ম প্রকাশনী,অনন্যা প্রকাশনী সহ অনলাইন বই বিক্রয়কারী প্রতিষ্ঠান বইবাজার ডট কম এবং রাজশাহীর ৩টি স্বনামধন্য লাইব্রেরীর হাজার খানেক বই থাকবে বলে জানান সংগঠনটি।
"তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই" শিরোনামকে সামনে রেখে বই পড়ার অভ্যাস,বাংলা ভাষার সমৃদ্ধি,ও বঙ্গবন্ধুর আদর্শ-তিনটি অনুষঙ্গ বিষয়ে হাজার খানেক বই নিয়ে এবারের গ্রন্থ উৎসবের মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী'।
প্রসঙ্গত যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন, সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহীকরণ ও যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: