তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৪ ১৪:৩৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হিমালয়ের কাছাকাছি হওয়ায় মৃদু শৈত্য প্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজকে তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৯ টায় দশমিক ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে সকাল ও রাতভর তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: