রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪ ১৮:০০; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৭

রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
শুক্রবার বিকেলে ৪টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ওহিদুল ইসলাম বলেন, প্লাস্টিকের ক্যারেট কারখানায় আগুন ধরেছে। কিভাবে এর সূত্রপাত হয়েছে সেটি বলা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে প্লাস্টিকের ক্যারেট গোডাউনে লাগা আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে করে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।
আপনার মূল্যবান মতামত দিন: