ট্রাম্পের নির্বাচন পেছানোর পরামর্শে 'না' রিপাবলিকদের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ২১:৫৬; আপডেট: ৩১ জুলাই ২০২০ ২৩:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের নভেম্বরেই। আর এই নির্বাচনকে ঘিরে জোরেশোরেই বিভিন্ন পদক্ষেপে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আসন্ন নির্বাচনে ডাকযোগে ভোটিং ব্যবস্থায় কারচুপি ও ফল জালিয়াতির সম্ভাবনা রয়েছে জানিয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার পরামর্শ দেন সংশ্লিষ্টদের।

তবে তার এই পরামর্শ প্রত্যাখ্যান করেছেন নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা। খবর রয়টার্সের।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি নভেম্বরের নির্বাচন স্থগিতের সম্ভাবনা নাকচ করেছেন।

দীর্ঘদিন ধরেই "মেইল-ইন ভোটিং" সিস্টেমের বিরোধিতা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি তার স্বপক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন, মানুষের ভোট দেয়ার যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি হয় নি।

তার যুক্তি ও পরামর্শে শক্ত কোন প্রমাণ নেই বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

তাছাড়া নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে। এক্ষেত্রে প্রেসিডেন্টের কোন এখতিয়ার নাই।

অনেকের মতে, অর্থনৈতিক মন্দা থেকে সবার দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই ট্রাম্পের এই যুক্তি।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং বর্ণবাদ বিদ্বেষে নাজুক অবস্থা বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি এই দেশে।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top