‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল’

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:৫১; আপডেট: ৪ মে ২০২৪ ০৮:০১

- ছবি - ইন্টারনেট

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ার মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে টাইগারদের সিরিজ জয়ের মিশনে বিপত্তি ঘটায় বৃষ্টি।

ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি কিউইদের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে দুই দল।

এর আগে আজ শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সংবাদ সম্মেলনে আসেন কিউই কোচ গ্যারি স্টিড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি।

আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’

টাইগার পেসারদের প্রশংসা করে স্টিড বলেন,‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার।

বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top