সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪ ১০:২২; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:৪০

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় ছাড়া বিকল্প নাই। দাঁড়িয়ে আছে খাদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। বিপরীতে লঙ্কানদের জন্যে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার। ফলাফল লড়াইটা তাই ‘ডু অর ডাই।’

বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে খেলা। লড়াই শুরু সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচে জয়ের সুবাস ছড়িয়েও হেরে যায় বাংলাদেশ। ষোলো আনা শিহরণ জাগানিয়া লড়াই শেষে মাত্র ৩ রানে হেরে যায় শান্ত বাহিনী। আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৩ উইকেটে ২০৬ রান তুলে। জবাব দিতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ঝড়ো ফিফটিতে ২০৩ রান পর্যন্ত করতে পারে স্বাগতিকেরা।

এমতাবস্থায় সিরিজে ফিরতে হলে আজ জিততে হবে টাইগারদের। শেষ তিনটা টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ। কেননা প্রথম ম্যাচে লঙ্কানরা দেখিয়েছে তাদের শক্তিমত্তার গভীরতা। যা ভয়ের কারণ শান্ত বাহিনীর।

পুরো ২০ ওভার বল করেও তিনটা উইকেটের বেশি নিতে পারেননি শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদরা। রান বিলিয়েছেন অকাতরে। শেখ মেহেদীও ছিলেন নিস্প্রভ। ব্যাট হাতে ২০০ পেরোলেও জাকের আর মাহমুদউল্লাহ ছাড়া রান পাননি আর কেউ, ৮ উইকেট হারায় দল।

ফলে খানিকটা দ্বিধায় বাংলাদেশ। সম্ভাবনা আছে একাদশে পরিবর্তনের। যদিও হাতে নেই পর্যাপ্ত বিকল্প, তবে মোস্তাফিজের বদলে তানজিম সাকিবকে দেখা যেতে পারে একাদশে। রিশাদের জায়গা নিতে পারেন তাইজুল ইসলাম।

সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকের আলি, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top