বড় জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, অলিখিত ফাইনাল শেষ ম্যাচ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ মার্চ ২০২৪ ২৩:২৬; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৮:০১

- ছবি - ইন্টারনেট

 

অধিনায়কের মতো করেই দলকে জেতালেন নাজমুল হোসেন শান্ত। সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে লিখলেন লঙ্কাবধের গল্প। তাতে প্রায় অর্ধযুগ পর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলো বাংলাদেশ। একই সাথে সিরিজে ফেরাল ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সিলেটে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান তোলে তারা। জবাবে লিটন-সৌম্যের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে দারুণ ফিনিশিং টানেন শান্ত-হৃদয়। ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় সাবলীল শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে পায় বড় পুঁজি। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে যোগ করে ৬৩ রান। মনে হচ্ছিল থিতু হয়ে গেছে লিটন-সৌম্য জুটি। তখনই ঘটে বিপত্তি। উইকেট হারায় বাংলাদেশ। দলকে ভালো শুরু এনে দিয়ে ফেরেন সৌম্য সরকার।

দলকে ভালো শুরু এনে দিলেও সৌম্য পারেননি নিজের ইনিংসটা বড় করতে, ২২ বলে ২৬ করে পাথিরানার বলে ধরেন সাজঘরের পথ। ইনিংস বড় করতে পারেননি লিটন দাসও, ৯ম ওভারের শেষ বলে ২৪ বলে ৩৬ করে ফেরেন তিনি। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ততক্ষণে অবশ্য মাঠে এসে গেছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলটা ভালো যায়নি বাংলাদেশের নয়া অধিনায়কের, প্রথম ম্যাচেও পারেননি প্রত্যাশা মেটাতে। তবে আজ দাঁড়িয়ে যান অধিনায়কের মতো। তাওহীদ হৃদয়কে পান সাথী হিসেবে। ফলে আবারো জমে উঠে বিখ্যাত শান্ত-হৃদয় জুটি।

এই জুটিতেই নিশ্চিত হয় দলের জয়। শুরুর দিকে দেখে-শুনে খেললেও শেষ দিকে ব্যাট চালান হৃদয়। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। শান্ত অবশ্য তুলে নেন ফিফটি, ছক্কা হাঁকিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। অপরাজিত ৩৮ বলে ৫৩ রান আসে তার ব্যাটে।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আভিস্কা ফার্নান্দোর উইকেট হারায় লঙ্কানরা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রথম দুই ওভারে আসে ৫ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।

কুশল মেন্ডিস আর কামিন্দু মেন্ডিস মিলে আজও পথ দেখান শ্রীলঙ্কাকে। তাতে পরের ৬ ওভারে ৬৪ রান তুলে তারা। নবম ওভারে এসে এই জুটি ভাঙেন সৌম্য, কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানান। কুশল ফেরেন ২২ বলে ৩৬ করে।

কামিন্দুও ইনিংস বড় করতে পারেননি, পরের ওভারে ফেরেন তিনি। ২৭ বলে ৩৭ করে ফাঁদে পড়েন রান আউটের। পাঁচে নেমে সাদিরা সামারাবিক্রমা দ্রুত (৭) ফিরলেও আসালাঙ্কা কমতে দেননি রানের গতি। হয়ে ওঠেন মারমুখী।

গলার কাঁটা হয়ে ওঠা চারিথ আসালাঙ্কাকে ফেরান শেখ মেহেদী। লঙ্কান অধিনায়ককে ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। আউট হওয়ার আগে ১৪ বলে ২৮ রান করেন তিনি। ১৩.৫ ওভারে ১১২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেখান থেকে দলের হাল ধরেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দাসুন শানাকা। দু’জনের জুটিতে শেষ ৪০ বলে আসে ৫৩* রান। ম্যাথিউস ২১ বলে ৩২* ও শানাকা ১৮ বলে করেন ২০* রান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top