রবির সব টাওয়ারে ফোরজি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১ ০৩:২৩; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৬:২৬

সংগৃহীত ছবি

নিজেদের সব টাওয়ারে ফোরজি নেটওয়ার্ক স্থাপন করেছে রবি। প্রথম  মোবাইল ফোন অপারেটর হিসেবে এটি বাস্তবায়ন করছে তারা।

অপারেটরটি জানায়, তাদের ১৩ হাজার ৪শ’ নেটওয়ার্ক সাইটই এখন ৪ দশমিক ৫জি প্রযুক্তিসম্পন্ন। 

এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ীরবির ৭০ শতাংশ সক্রিয় গ্রাহক ডেটা সেবা গ্রহণ করছে। রবির নেটওয়ার্কে ফোরজি উপযোগী হ্যান্ডসেট রয়েছে ৫০ দশমিক ৬ শতাংশ এবং এই গ্রাহকরা প্রতি মাসে প্রায় ৬জিবি ফোরজি ডেটা ব্যবহার করছেন।

২০১৯ এর তুলনায় ২০২০ সালে রবির ফোরজি গ্রাহক সংখ্যা এবং ডেটা ব্যবহারের পরিমাণ যথাক্রমেম ৭৩ ও ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডাটা ব্যবহারের পরিমাণ ক্রমশ বাড়লেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রবির ডেটা মূল্য ২৫ শতাংশ কমেছে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেনবছরজুড়ে আরও ২ হাজার ৫শ’র বেশি সাইট স্থাপন করবে রবি। তারা এখন সর্বস্তরের মানুষের কাছে উদ্ভাবনী ডিজিটাল জীবনধারা পৌঁছে দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

 

 

 

সূত্র: টেকশহর ডটকম

 



বিষয়: রবি ফোরজি


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top