সাংবাদিকের উপর হামলা; রাবি ছাত্রদলের নিন্দা
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:৩২; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:০৮

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে উদ্ভুত পরিস্থিতির সময় শিক্ষক আহত হোন ও সংবাদ সংগ্রহের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য, দৈনিক বনিক বার্তার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব উপর কতিপয় শিক্ষার্থী কর্তৃক হামলা, মারধর এবং হেনস্তার করার তীব্র নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে রাবি ছাত্রদলের এক প্রেস নোটিশে এ নিন্দা জানায় তারা।
রাবি শাখার ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এই হামলায় অত্যন্ত ব্যথিত, মর্মাহত হয়ে বলেন, "ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে যে সংঘর্ষ, বিভাগের অফিস, নোটিশ বোর্ড, নামফলকে ভাংচুরের ঘটনা ঘটতে পারে তা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের থেকে কাম্য হতে পারে না৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য দীর্ঘসময় ধরে চলে এই সংঘর্ষ।'
তিনি আরো বলেন, 'গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের জন্য সংবাদকর্মী খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, তারা স্বাধীন এবং মুক্ত ভাবে তাদের পেশাদারিত্ব পালন করবে এটাই প্রত্যাশা। শোয়েব তার পেশাগত দায়িত্ব পালন কালে যে হামলা হয়েছে তার নিন্দা জানিয়ে। অতি দ্রুত উভয় পক্ষের সাথে আলোচনা করে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানান তিনি"।
আপনার মূল্যবান মতামত দিন: