রাবির আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:২০

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগকে ১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বাস্কেটবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৫ এ ২৪টি দল অংশগ্রহণ করেন। ৪টি দলকে হারিয়ে ফাইনালে উঠেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক প্রশাসন বিভাগ। খেলায় বিজয়ী দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পয়েন্ট ছিলো ৫০ অন্যদিকে রানার্সআপ লোক প্রশাসন বিভাগের পয়েন্ট ছিল ৩৭। এতে ১৩ পয়েন্ট বেশি পেয়ে ফাইনাল খেলায় চূড়ান্তভাবে বিজয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এদিকে, আগামী ২৭ ফেব্রুয়ারি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট খেলার সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগকে ১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। উভয় দল খুবই ইতিবাচকভাবে খেলায় অংশগ্রহন করে। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শিক্ষক সহ দর্শকরাও ফাইনাল খেলা উপভোগ করেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা বাস্কেটবল ফাইনাল খেলা শেষ করতে পেরেছি।

এর আগে, গত ২৩ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে আইন ও ভূমি প্রশাসন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়।

এদিকে অনাকাঙ্খিত এই ঘটনার তদন্তে কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

অভূতপূর্ব এই কাণ্ডের জন্য বাস্কেটবল সেমিফাইনাল খেলা স্থগিত হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি খেলা আবারও চালু হোয়। এবং আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হোন লোক প্রশাসন বিভাগ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top