আমের ট্রাকে ১২০ বোতল ফেন্সিডিল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২২ ০৬:০৪; আপডেট: ১১ মে ২০২৪ ১৯:১৩

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে আম বোঝাই ট্রাক তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত পৌনে ২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর শাহমখদুম থানার আমচত্বর মোড়ের বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে ট্রাকসহ তাকে আটক করা হয়।

আটক মো. শফিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাগঞ্জ জেলার সদর থানার রাজারামপুরের মো. মোত্তাজুল ইসলামের ছেলে। শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় এক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ হতে ট্রাকে ফেন্সিডিল বহন করে রাজশাহী মহানগরীর আমচত্বর দিয়ে ঢাকায় যাবে বলে তারা জানতে পারে। পরে ডিবি পুলিশের ঐ টিম শাহমখদুম থানার আমচত্ত্বর মোড়ে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মো. শফিকুল ইসলামকে আটক করে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top