পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০৬:৪২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:১০

ছবি : সংগৃহীত

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের জনি সুরাইয়া (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরের সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জনি সুরাইয়া নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। তিনি সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, জনি সুরাইয়া ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও কক্ষ না খোলায় বাইরে থেকে তাঁকে ডাকাডাকি করা হয়। কক্ষ না খোলায় ওই ছাত্রীনিবাসের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top