রাজশাহীর আদালতে ওসির জরিমানা
রাজ টাইমস | প্রকাশিত: ৯ মার্চ ২০২২ ১০:৫৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২১

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীকে এক টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা পরিশোধ না করলে আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ওসি রওশন আলীকে এ দণ্ড প্রদান করেন। পর পর ছয়বার সমন পাঠানো হলেও সাক্ষ্য দিতে না আসায় রওশন আলীকে এ দণ্ড দেয়া হয়। আদেশের পর পুলিশ পরিদর্শক রওশন আলী জরিমানার এক টাকা পরিশোধ করলে আদালতের পেশকার হেমন্ত বর্মন সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: