সবজিতে ৩০; মাছে ৪’শ টাকা পর্যন্ত বৃদ্ধি

রাজশাহীতে আবারো বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০৩:৫৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৪৭

রমজানকে সামনে রেখে রাজশাহীর বাজারে আবারো বেড়েছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। এসকল পণ্যের মধ্যে রয়েছে সকল প্রকার সবজি, মাছ, মুরগিসহ মাংশ। শুক্রবার রাজশাহীর সাহেব বাজারসহ বিভিন্ন বাজারে এ চিত্র দেখা যায়। সবজির দাম কেজিতে ৩০ থেকে ২০ টাকা, মুরগী ১০ থেকে ১৫ এবং প্রকার ভেদে প্রতি কেজি মাছের দাম বৃদ্ধি য়েছে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।

সাহেব বাজারের এক সবজি বিক্রেতা জানান, হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ার কোন কারণ নেই। কিন্তু আমাদেরও বেশী দামে কেনার জন্য বেশী দামে বিক্রী করতে হচ্ছে। এদিকে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সকল প্রকার সবজি দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে ৩০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ফুলকপি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ২০ টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ১০ টাকা বৃদ্ধিতে লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি করে। 

অপর দিকে মুরগী ব্যবসায়ীদের দাবী, বাজারে মুরগির যোগান কম থাকার কারণে বেশি দাম দিয়ে তাদের মুরগী কিনতে হচ্ছে। তাই কেজিতে ১০ টাকা বেশি দারে বিক্রি করতে হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৭৫ টাকা কেজি এবং ৪৬০ টাকা কেজিতে দেশি মুরগি বিক্রি হচ্ছে। যা গত দিনের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রী হচ্ছে।

বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বড় ইলিশ ৪০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজি দরে, আর ছোট ইলিশ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। ১০০ টাকা দাম বেড়ে চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ টাকা, কেজিতে ২০০ টাকা বেড়ে এ সপ্তাহে বাঁশপাতা মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। এছাড়া সপ্তাহে সকল প্রকার কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে।

রমজানের আগে রাজশাহীর বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাবার জন্য বাজার করতে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার মনিটরিং এর জন্য হস্তক্ষেপ কামনা করেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top