বেতন-ভাতার দাবিতে কেমিকোর কর্মীদের বিক্ষোভ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০২:৫৮; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৪:৫২

কেমিকো ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা। ছবি: সংগৃহীত

বেতন-ভাতার দাবিতে রাজশাহীর টিকাপাড়ার কেমিকো ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের কর্মীরা। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে কেমিকো ফার্মার কর্মীরা প্রতিষ্ঠানের ভিতরে আন্দোলন শুরু করেন।

এ সময় তারা ঈদের আগেই তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবি করেন। বেতন-ভাতা না হওয়া পর্যন্ত তারা কাজে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top