রাজশাহীতে পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৫:৫৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৯

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে ১’শ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মো: রনি (২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৪ মে ২০২২ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো: আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার তেরখাদিয়া এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থল থেকে আসামি রনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top