রাজশাহী হাজার পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২ ০৫:০১; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ১৪:৪৯
রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বালুটুংঙ্গি গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে মোহা: আহাদুজ্জামান (৩৭) ও ঘাইবাড়ি গ্রামের মৃত মুজরুল ইসলামের ছেলে মো: নুরুল ইসলাম(৩৭)।
সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিষ্টির প্যাকেটে খেজুর আকৃতি দিয়ে ইয়াবা চট্টগ্রামের আন্দরকিল্লা হয়ে বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকায় আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আসামি আহাদুজ্জামান ও নুরুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজর পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: