ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২২ ০৫:৪৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৩:৩৫

ফাইল ছবি

রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান ও সুদ মুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮৭ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। এদেশে অনেক মসজিদ ও মাদ্রাসা রয়েছে। আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি হলেন ইমাম ও মুয়াজ্জিনগণ। বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জবাবদিহিতার ব্যবস্থা আছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top