রাজশাহীর দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২২ ০২:২৬; আপডেট: ৪ মে ২০২৪ ১৬:৩৩

ফাইল ছবি

রাজশাহীর নগরীতে অবস্থিত ‘মেট্রো ডায়াগনস্টিক সেন্টার’ ও  লাইফ সাইন ল্যাব অ্যান্ড ইমেজিং সেন্টার  কে জরিমানা করেছে সিভিল সার্জনের কার্যালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ, সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুর রাকিব ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম এ অভিযান চালান।

অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে অভিযানে ঘোষপাড়া মোড় এলাকার ‘মেট্রো ডায়াগনস্টিক সেন্টার’কে ১০ হাজার টাকা এবং ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে সিপাইপাড়া এলাকার লাইফ সাইন ল্যাব অ্যান্ড ইমেজিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top