ইন্ডিয়ান মোড়কে দেশী চাল বিক্রি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২২ ০৬:১৩; আপডেট: ১২ মে ২০২৪ ১৬:৩১

ছবি: প্রতীকি

ওজনে কারচুপি ও ইন্ডিয়ান বস্তায় ভরে দেশী চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার (৯ জুন) ভোক্তা অধিকারের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান-আল-মারুফের নেতৃত্বে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন এলাকায় অভিযান পরিচালিত করে।

এসময় নগরীর খড়খড়ি এলাকায় শাহমখদুম মডার্ন রাইস মিলকে ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ি হাট এলাকায় কামাল অটো রাইস মিলকে মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, ইন্ডিয়ান মোড়কে দেশি চাল ঢুকিয়ে বিক্রি করা ও ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৪৫ ও ৪৬ অনুযায়ী ৮০ হাজাট টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকারের কর্মকর্তারা তা জানান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top