রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ৫
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২২ ০৫:০৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৫:৫৮

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বুধবার দিবাগত রাতে এ অভিযান চালান।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রবিউল ইসলাম বাবু (৪০), জাহাঙ্গীর আলম বাচ্চু (৪৭), আক্তারুল ইসলাম (৩০), মো. নাজির (৩০) ও শরিফুল ইসলাম দুলাল (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার পাঁচজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: