মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার; লিবিয়া হতে অপহৃত ভুক্তভোগী উদ্ধার

মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার; লিবিয়া হতে অপহৃত ভুক্তভোগী উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ০৮:০৬; আপডেট: ২ নভেম্বর ২০২২ ০৮:০৬

সংঘবদ্ধ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে লিবিয়ায় অপহৃত এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান (ডিএমপির অতিরিক্ত কমিশনার) মোহাম্মদ হারুন অর রশীদ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাদশা ও রাজিব আন্তঃদেশীয় মানবপাচারকারী চক্রের সদস্য। তারা দেশের বেকার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচার করতো। বিদেশে অবস্থানকারী পাচারকারী দলের সদস্যরা ভুক্তভোগীকে অপহরণ করে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন চালাতো। এরপর মারধরের ছবি স্বজনদের দেখিয়ে আদায় করতো মোটা অংকের অর্থ।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top